সফলতার গল্প - Saic Medical Institution

সফলতার গল্প

প্রোকৌশলী মোঃ নাজমুল হুদা 
বিভাগীয় প্রধান (কম্পিউটার টেকনোলজি)
রুমডো ইনস্টিটিউট অব মডার্ণ টেকনোলজি 

ছোটবেলা থেকেই অদম্য ইচ্ছা ছিল কম্পিউটার প্রোগ্রামার হবো । সে লক্ষ্যেই এস.এস.সি পাশের পর বৃহত্তর ময়মনসিংহের ময়মনসিংহ শহরে প্রতিষ্ঠিত সাইক গ্রূপ পরিচালিত প্রতিষ্ঠান রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজিতে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে কম্পিউটার টেকনোলজি বিভাগে ভর্তি হই । রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজির শ্রদ্ধেয় শিক্ষকগণের যুগোপযুগী দিকনির্দেশনা, সততা ও আন্তরিকতায় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার টেকনোলজি) কোর্স সম্পূর্ন করে রুমডো ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে লেকচারার অব কম্পিউটার পদে কর্মজীবন শুরু করি এবং পাশাপাশি বি.এস.সি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সম্পূর্ন করি । বর্তমানে রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজির কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি । এ পর্যায়ে এসে আমি মহান আল্লাহর নিকট শুক্রিয়া জ্ঞাপন করি ও সঠিক দিক নির্দেশনা প্রদানের জন্য আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও সমনে এগিয়ে যেতে পারি সেই সাথে স্রস্টা ও সৃষ্টির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারি।

মোঃ জাহাঙ্গীর আলম 
মেডিকেল টেকনোলজিস্ট 
ল্যাবরেটরী মেডিসিন (প্যাথলজি) 
রুমডো ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি

 

ছোটবেলা থেকেই মনের ইচ্ছা ছিল স্বাস্থ্য ও সেবার বিষয়ে পড়াশুনা করা। সে লক্ষ্যেই এস এস সি পাশর পর নিজ এলাকা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা থেকে সাইক গ্রূপ পরিচালিত বৃহত্তর ময়মনসিংহে সর্বপ্রথম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ”রুমডো ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি” থেকে 2006-2007 শিক্ষাবর্ষে ল্যাবরেটরী টেকনোলজি (প্যাথলজি) কোর্সে ভর্তি হই । ভর্তি হওয়ার পর একটি নিদির্ষ্ট তারিখে আমাদের কলেজের ক্লাশ শুরু হয় । কলেজের পরিচালক মহোদয় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় ও সঠিক দিকে নির্দেশনার মাধ্যমে তিন (03) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ল্যাবরেটরী মেডিসিন (প্যাথলজি) কোর্স সম্পন্ন করি। কলেজের নিয়মিত পাঠদানের সাথে সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নী সম্পন্ন করি। আল্লাহ তায়ালার অশেষ রহমতে বোর্ড ফাইনাল পরীক্ষায় সবোর্চ্চ জিপিএ পেয়ে প্রথম স্থান অধিকার করি। এরপর আমি স্নাতক ডিগ্রি অজর্ন করি। চাকুরী জীবনে আমি ঢাকা, জামালপুর এবং নেত্রকোনায় অত্যন্ত সফলতার সাথে চাকুরী করি। বর্তমানে আমি “রুমডো ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে” ল্যাবরেটরী মেডিসিন (প্যাথলজি) বিষয়ের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। আমি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করি ও সঠিক দিক নির্দেশনা প্রদানের জন্য জন্য সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও অধ্যবসায়ের সহিত জীবনের অবশিষ্ট দিনগুলো কাটাতে পারি এবং স্রষ্টা ও সৃষ্টির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারি। পরিশেষে আমি আমার প্রাণের প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।