ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
ভর্তির যোগ্যতাঃ
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বৎসরের মধ্যে হতে হবে।
৩। যে কোন শিক্ষা বোর্ড হতে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় GPA(Grade Point Average) ন্যূনতম ২.৫০ ও এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় GPA(Grade Point Average) ২.৫০ এবং উভয় ফলাফলের ভিত্তিতে মোট GPA(Grade Point Average) ন্যূনতম ৫.৫০ পেতে হবে।
সাধারণ নীতিমালাঃ
১। প্রশিক্ষণ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না।
২। ভর্তির পর বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিয়ম-বিধি, নীতি-মালা সহ নার্সিং ইনস্টিটিউটের নিয়ম-শৃঙ্খলা মেলে চলার অঙ্গিকারনামা দিতে হবে।
৩। কোন ছাত্র/ছাত্রী ক্রমাগত বিনা অনুমতিতে/নোটিশে হোস্টেলে বা ক্লাশে অনুপস্থিত থাকতে পারবে না।
৪। যদি কোন ছাত্র/ছাত্রী ৬মাস অন্তর চুড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয় এবং ৭দিন পর দ্বিতীয় সুযোগে ও আবার অকৃতকার্য হয় তবে তার প্রশিক্ষণ বাতিল হয়ে যাবে।
৫। যদি কোন ছাত্র/ছাত্রী কারো সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং সেটা যদি প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বলে প্রমানিত হয় তাহলে উক্ত ছাত্র/ছাত্রীর প্রশিক্ষণ বাতিল করা হবে।