আমার জীবনে স্বপ্ন ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব। কিন্তু জানতাম না কিভাবে হব। এস. এস . সি পাশ করার পর সাইক গ্রুপের বগুড়া ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমার ডিপ্লোমা অধিক ব্যবহারিক এর মাধ্যমে শেষ করি এবং J.K Group এ সফল ভাবে চাকুরী করছি। সাইক গ্রুপের মাধ্যমে জীবনকে দক্ষ করতে পেরেছি।
মোঃ মেহেদী হাসান
এ্যাসিস্টেন্ট প্রোডাকশন অফিসার
জে. কে গ্রুপ সাভার, ঢাকা।
আমরা তিন ভাই দুই বোন আমি ছাড়া সবাই সাধারন শিক্ষাই শিক্ষিত। তাদেরকে খুব কাছ থেকে দেখেছি শিক্ষা জীবন শেষ করে চাকুরী লাভ করে সময়ের সাথে সাথে খুবই কষ্ট সাধ্য ও ছিল। তাই সিদ্ধান্ত নিলাম কারিগরি শিক্ষা গ্রহন করব। আর আমার এই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সাইক গ্রুপের বগুড়া ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অভিজ্ঞ শিক্ষক। শিক্ষিকা মন্ডলীর নিরোলশ প্রচেষ্টা ও অধিক ব্যবহাররিক ক্লাসের মাধ্যমে টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা শেষ করি এবং নর্দান ফ্যাশন এ দক্ষতার সহিত কাজ করে যাচ্ছি। ধন্যবাদ সাইক গ্রুপকে।
মোঃ নূরুল ইসলাম
বায়িং কিউসি
নর্দান ফ্যাশন লিমিটেড
আমি সাইক পলিটেকনিক এ পড়পাশোনা করে গর্ববোধ করছি। এব নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। এখন আমি একটা ডেভেলোপার কম্পানিতে চাকরি করছি।
মোঃ তারিকুর রহমান
জে আর ট্র্রেডিং নিমিটেড, গুলশান, ঢাকা।
আমি এস. এস. সি. পাশের পর সারকারি কোন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি না হতে পেরে, সাইক পলিটেকনিকে এসে ভর্তি হই। সিভিল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা শেষ করে এখন একটা কন্সট্রাকশন ফার্মে চাকরি করছি। এটা দ্বারা আমার ক্যারিয়ার গাড়ার সুযোগ হয়েছে।
মোঃ আনিছুর রহমান
মোবাইল-০১৭২২-২৩১৪৩৪
ব্লেন্ড প্রাইভেট লিমিটেড, মগবাজার, ঢাকা।